育儿知识大全 > 学习大全 >  歌谱大全正文

Montor MahtimShakib 歌词

发布日期:2024-10-30

মন্তর

শিল্পী : মাহতিম শাকিব

গীতিকবি : প্রসেনজিৎ ওঝা

সুরকার : শোভন রায়

লেবেল : প্রোটিউন

০৫/০১/২০২৩

পুরনো বছরের মতো

তোমার নামও লিখে ফেলি ভুলে।

কতোবার ভাবি

সাগরে দেখলেও

চোখ রাখবোনা জাহাজের মাস্তুলে।

ভালোবাসা ছেড়ে গেলে বন্দর

নাবিক জানে ভুলে থাকার মন্তর।

আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি

কেন দুখ পেতে তোমার কাছে আসি।।

তোমার ঠিকানায়

ফেরা হবে না আর।

স্মৃতিরা যতই

ডেকে যাক বার বার। ২

হৃদয়ের ক্ষত গভীর হলেও জানি

ব্যবধান ভালো, ঝরা ফুল হোক বাসি।।

ভালোবাসা ছেড়ে গেলে বন্দর

নাবিক জানে ভুলে থাকার মন্তর।

আমি শুধু ঢেউয়ে ঢেউয়ে ভাসি

কেন দুখ পেতে তোমার কাছে আসি।।

你感兴趣的

编辑推荐

今日推荐

热点内容